যখন আমার
চেনা চেনা পথ হয়ে যায় ভুল
যখন আমার হাতের মুঠোয় মুখস্ত সব ভুল রমণীর
চুল,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা।
যখন আমার ভাল্লাগে না কিছু
নষ্ট শীতের কষ্টগুলো যখন আমার ছাড়ছে না
আর পিছু,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা।
যাপন জুড়ে যখন আমার বাড়ছে
অথৈ ঋণ
খাজনা দিয়েও নিলাম যখন একটা
গোটা দিন,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ;ও নদী ও ধানের শালিকেরা ।


যখন আমার
পথের মাঝে আরেক পথের ছাপ
এবং আমার
পায়ের ধুলোয় বাড়ছে মনস্তাপ,
ঠিক তখনই তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা ;
যখন আমি ব্রাত্য সবার কাছে
এ নাম ধরে
কেউ খোঁজে না আর
যখন আমার নষ্ট ফুলের কষ্টগুলো দুই দু গুনে
চার,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা।
যখন আমারর রাতগুলো খুব একা
পাঠঘুমে কার বর্ণপরিচয়
যখন আমার নষ্ট সীমারেখা ভোর হলেও হয় না
সূর্যোদয় ;
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের শালিকেরা।


যখন আমার কান্নারা
খুব একা
বুকের ভেতর সাতটি সাগর ভাঙে
যখন আমার
কূল খোয়ানো পরাণ-মাঝি ভাসছে উজান
গাঙে


ঠিক তখনই তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের শালিকেরা।।


>>>>>বেতাগী, বরগুনা।।
>>>>>>>>>>>২৬/০৯/২০১৫খ্রিঃ।।