তোমাকে চাই আমি
        আমার জীবন কল্পনাতে ,
তোমাকে চাই আমি
       স্বয়নে স্বপনে দিবা রাত্রে।


তোমাকে চাই আমি
    জীবন মৃত্যুর স্বন্ধিক্ষনে ,
তোমাকে চাই আমি
   সুখ ছড়ানো চাদঁনী রাতে।


তোমাকে চাই আমি
     আমবস্যার অন্ধকার তিথীতে,
তোমাকে চাই আমি
   ধুলি উড়ানো গ্রীষ্মের দাবদাহে I


তোমাকে চাই আমি
   কাদা মাখা বর্ষার বৃষ্টিতে,
তোমাকে চাই আমি
   শরৎ এর শুভ্র কাশফুলের হাসিতে


তোমাকে চাই আমি
    হেমন্তের নবান্নে কৃষকের হাসিতে,
তোমাকে চাই আমি
     শীতের পিঠাপুলিতে


তোমাকে চাই আমি
   বসন্তের কৃষ্নচুড়ার ফুলের মাথায়,
তোমাকে চাই আমি
   পলাশ শিমুলের ছায়ায়।


তোমাকে চাই আমি আমার
   জীবনের বিনিময়ে
তোমাকে চাই আমি
   আমার শেষ নিশ্বাস দিয়েওI