অনেক পথ হেঁটেছি
দেখেছি বহু পথ।
কত পাড়া বেরিয়েছি
দেখেছি দু'টি চোখে।

রিক্তহস্ত দেখা-জানা
ধনী-ধনার্ঢ ঊষামন!
বিলাস-বিলাসী চলন
কোথা সুখ-দুঃখ স্বপ্ন?

টাকা ছাড়া জীবনশূন‍্য
অর্থের লোভ ব‍্যাকুল।
কেমন করে মনপ্রাণটি
বলে কথা এক-অপর?

কোন পরিবার বংশানুর
মর্যাদা ছড়ায় অর্জনে?
কে'উচু বর্ণিদী পরিবার
এমন লোকদের সন্ধান!

ফকিরও কর্ম ফাঁকিবাজ
ধনীরা ব‍্যবসা শুভংকর।
খালি দেখি নেই নেই'ই
করে বেড়ায় খাই খাই।

কে কখন কাকে ঠঁকায়
মুখোশ পরিহিত ভদ্ররা।
চেনা বড়ই দায় সমাজ
হায়রে মানুষ মানবতা!

ভিক্ষুক ভিক্ষা অর্থ দেয়
দান দেখা অনেক ক্ষেত্র।
ধনীরা কত লোক ঠঁকায়
দিতে দেখি সেবা জনতা।

ধর্মভীরু ধর্মভীরু ধর্মচর্চা
করে সভ‍্যতা প্রকশ মন!
সেই তারাও দেখি মিথ‍্যা
কিসে সততা ধর্ম পালন?

অনেক নামী-দামী-নাম
ডাকে সেরা রাজা বাদশা
সুন্দর-সুন্দরী-জমিদারী
হাবভাব বিশাল বিলাস!

বেড়াই মিশি কথা-বার্তা
জানা-অজানা সারাংশ!
মানুষ পাওয়া ও জানা
মনুষ‍্যত্ববোধ রয় ক'জনা?
***************
বাণী: মানুষ অমূল‍্যবোধ ভ্রান্ত পথ বেয়ে চলা বিপথের পথিক। সেই মানুষেরা কখনো প্রকৃত মানুষ হতে পারে না।