এই কি সোনার বাংলা
এই দেশ কি আমাদের
এই দেশের অপরুপ
এই দেশের সৌন্দর্য।

এই দেশের বৃক্ষ-তরুলতা
এই দেশের নদী-নালা, খাল-বিল
এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য-নীলা
এই দেশের প্রকৃতির নীলা ভূমি।

এই দেশের মাটি ও মানুষ
এই দেশের হাওর-বাওর ও খাল-বিল
এই দেশের কৃষ্টি-সাংস্কৃতি
এই দেশের সমাজ ও সামাজিকতা।

এই দেশের রাষ্ট্র ও রাজ-নীতি
এই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক
এই দেশের মানুষের পরনির্ভশীলতা
এই দেশের মানুষের আতিথী-পরায়ণতা।

এই দেশের মানুষের  শিক্ষা-দীক্ষা
এই দেশের মানুষের আত্ন-মর্যাদা
এই দেশের বনায়ন ও প্রাণী জগৎ
এই দেশের শিল্প কল-কারখানা!!

এই দেশের মানুষের কর্মসংস্থান
এই দেশের খেটে-খাওয়া মানুষের জীবন ব‍্যবস্থা
এই দেশের পশু-পাখী ও  গৃহ-পালিত প্রাণির গুরুত্ব
এই দেশের ছাত্র-সমাজের কর্ম-কান্ড।

এই দেশের মানুষের স্বভাব-চরিত্র
এই দেশের মানুষের আত্ন-মর্যাদা বোধ
এই দেশের মানুষের খাদ‍্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরিপত্তা অবস্থা।

এই দেশের মানুষের দেশাত্ববোধকতা
এই দেশের মানুষের স্বাধীনতা ভাল
এই দেশের মানুষের  স্বপ্ন-স্বাদ
এই দেশের মানুষ্রর বদার্ভাসের স্বভাব।

এই দেশের কৃষি খামারের ব‍্যবস্থা
এই দেশের মানুষের অলসতার বদার্ভাস
এই দেশ‍ের মানুষের পর-চর্চার স্বভাব
এই দেশের মানুষ বেকার সময় নষ্ট করার স্বভাব!!

এই দেশের মানুষের আরাম প্রিয়তার মনভাবের..
এই দেশের মানুষ আমরা
এই দেশের মানুষের কত রং
এই দেশের আকাশে-বাতাসে রয়েছে যে কত অপরুপ নিলা।

এই দেশের তরে করবো আমরা
এই দেশেরই জন‍্যে আত্ন:ত‍্যাগ
এই দেশই তো আমাদের
এই দেশ বাংলা কবিতার দেশ।।

বাণী : মনকে সব সময় স্বতেজ রাখাই বুদ্ধিমানের কাজ।।