প্রথম আমার যাওয়া ও দেখা
স্বপ্ন ছিল একদিন যাবো!
আজ যাই; কাল যাই; এমন
করেই সময় হাত ছানী।


তাইতো একদিন ব‍্যস্তমন ছুঁটে
গেলাম স্বামী-স্ত্রী দু'জনা।
সময়টি ছিল ২০১৩ সন পবিত্র
ঈদুল আজহার বন্ধ মধ‍্য।


দেখা সমূদ্র সৈকত বীজ স্পর্ট
ঢেউয়ের তালে হৈ হুল্লুর!
সাঁতার কেঁটে ছিনান সেরেছি
মন-খুঁশি বেশ মজার ছল।


প্রতিদিন কতশত পর্যটক আগমন
দর্শনার্থীরা মন-সুখ-বিলাপ।
অনন‍্যধারা মাধূর্যতা রিকেশন সেথা
বিধাতার অভিভূত সৌন্দার্য।


মুগ্ধ হলাম আমরা দু'জনা বিনোদন
সেরা মুক্তিকামী মুক্ত হ্নদয়।
কর্মব‍্যস্ততায় সময় খুব সংক্ষিপ্ত রয়
সেই সময়টি যথার্থ ব‍্যবহার।


অনেক অনেক মজারই ছিল ভ্রমণে
বিদেশ যেয়ে বিনোধদন করি।
প্রকৃতির লীলা ভূমি চমৎকার অরূপ
মুগ্ধ সেথায় স্বদেশ ভ্রমণ শোভা।।
*********************
বাণী: মানব জীবনে ভ্রমণ খুবই প্রয়োজন। ভ্রমণ ব‍্যতীত মানব জীবন কখনো প্রকৃত বিনোদন পেতে পারে না। মানবতার বিকাশ লাভে ভ্রমণ এক বিশেষ অবকাশ অবদান রাখে। যার তুলনা কখনোই অন‍্য কোন কিছুর সহিত হতেই পারে না।