মানুষকে জানা;
ঐ'ছোট্ট বেলা হতেই গ্রাম গঞ্জ থেকে লোক মূখে শোনা
মানুষ মানুষকেই বলে ঐ'বাড়ির, পাড়ার মহল্লা, অমক!
দূর-দেশ লোকটি খুব ভালো; তুলনা নেই চরিত্র গুণটি।
এতো ভাল মানুষ কি তুলনা; চলি ছুট দেখতে দু'নয়ন।


ছুটে চলি অপেক্ষমান এক অসাধারণ নিষ্পাপ মনটিতে
এমন মনটি ছিল আমার কোন অসৎ সঙ্গ ছিল না কখন!
ছোট্টবেলা হতেই দীপ্তমান চরিত্র যখন বয়স ছিল ছয়কি
সাত কর্মে মন দিয়েছি পড়া-লেখা পাশাপাশি উপার্জনে।


কোন চেতনা ব্রতঃ হলে পরিবার পরিজন থাকবে সুখে
আপন করেই জেনেছি পুতুল খেলা মনটি থেকে তাই!
যেন ছুটে চলেছি জানতে কেমন করে মানুষ হতে হয়?
এ'ধরিত্রীর মানুষ চল যাই না সেই সকল মানুষ তরে।


গেলাম দেখলাম সালাম প্রণাম নমস্কার আদব কায়দা
সবই বিনয় সভ‍্যতা বিপাল প্রকাশ সূপে দিলাম তাকে।
বেশ রূপগুণ কথা বার্তা বেশ হাসি খুঁশি অ‍্যাপ‍্যায়ন জন
মনে ধরা আকৃষ্ট আকর্ষন সুন্দর স্বভাব সূলভ প্রেষণা।


চল যেন বেশ মুসাফির দরবেশ ধর্মযাজক বিশালতা
বিদ‍্যতা জ্ঞান আলোকজ'না শ্রদ্ধ‍্যা জাগল প্রাণ ভোমরা।
সুন্দর এতো ভাল মানুষ হয় কি করে এ'ধরা অজানা
আসলে বেশ কিছু দিন গেলেই আসা-যাওয়াতে জানা!


কেমনযেন করে চলে কোন মানসিক রোগী চেতনায়
মুখোশের আড়াল ভেদ বেড়াজ্বাল মর্মতা রয়নি তার।
শুধুই স্বার্থপরতা বিবেচনা নিজ ধন কোষাগার অকর্মে
অর্থ উপার্জন ধনী মন ভাবনা ভাল ফন্দি ধর্ম বেঁচায়।


লেবাজ সেরা ভোগ পেতেই বলেন বিশালতা আস্তানা
আয়োজন। মানুষ প্রকৃতই ধর্ম জ্ঞান শিষ্ঠাচার আমরা
ভুলে চোখ থাকতে অন্ধ বিশ্বাস জাগ্রত চলি ভন্ডনিকট
আর কে সেরা; কে ভাল; উত্তমরাও কেন যেন অচেনা।


নোট: কবিতাটি বড় হয়ে যাওয়ার কারণে ধারা বাহিকে নিয়ে দ্বিতীয় অজানা আগামীকাল দেখার বা পাঠের জন্যে অনুরোধ রইল। কারণ বড় হলে পাঠক-পাঠিকা ধৈর্য ধারণে পাঠ নিয়ে অধৈর্য হয়ে পড়েন। সেই অনুপ্রেরণাতেই 'মানুষ জানা' এখানেই শেষ করা হল 'অজানা' দ্বিতীয় পর্ব পাঠে আহ্বান রেখে।
×××××××××××××××××××××××××××××××××××××××××××
বাণী: জানা আর অজানা এরই মাঝে কেউ হচ্ছে সঠিকটি সফল আবার কেউ হচ্ছে অপরাধ জগৎ সেরা উভয়ই ভাগা-ভাগী নোংরা অবচেতনায় অপরাধীতে দাম্ভিকতার কুফল জীবন। তাই নিজকে জানতে শুধুই মানুষের নিকট যাওয়া এতোটুকুই যথেষ্ট। এর বাহিরে লোভ বসবর্তীতে নয় সময় ক্ষেপণ। তবেই মানুষ সমাজে হতে হবে না কলংঙ্কিত সম্মান হারানো অবউচ্চাচরণ।