প্রকৃতি এক বিশাল অধরা ছোঁয়া লক্ষণীয়
মাঝে মধ‍্যে ভর করে বসে মানুষ উপর।
সবই ভোগ করতে হয় ভয়ংকর লীলাখেলা
হাত না থাকে নিয়ন্ত্রণ কোন বুদ্ধি কৌশল।


প্রাকৃতিক দূর্যোগ প্রকৃতিরই হিসাব কষাঘাত
সবই যেন মানুষের উপর বর্তায় এ'ধরা!
ঝড়-তুফান-প্রলয়ংকর-জলচ্ছাস-নদী-ভাঙ্গন
মানবতায় আঘাত তাপদাহ্ বিরাজমান।


এমন তাপদাহ্ ইতিপূর্ব সকল দূর্যোগ ছাড়ায়ে
মানব জীবন যেন যায় যায় একে অপর।
কি যে উপায় ঘরখানা মধ‍্যেও তাপদাহ্ প্রতাপ
স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয় সব বন্ধঘোষণা।


অফিস আদালত পাড়ায় অস্তিরতা শ্রমিক-কর্মচারী
সর্বস্তর হিট! আর হিট! বৈশাখ যেন এক..
বিভিশিখাময় আগমন। হে আল্লাহ্ রক্ষা কর তোমার
এই নগণ‍্য বান্দাদের জীবন-যান-মাল সমস্ত।


মানুষের পাপ কারণ রাগাম্বিত হন বিধাতা আর সেই
পাপকে মোচনে বিধাতার রোষানল স্বীকার!
বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ ভোগ মানুষ মানবতা
সর্তক হই; হও সকল আমরা মানুষরা এ'ধরা।


হে আল্লাহ্ আমরা পাপী মানুষ ভুল হয় জানা-অজানা
মাফ করে দিয়ে রক্ষা করিও সকল মানবতা।
এসো ভাই-বোন সকল মানুষরা ফরিয়াদ করি বিধাতা
বরাবর, তিনি এই তাপদাহ্ হতে রক্ষা মানুষ।


কবুল করুন হে বিধাতা আমাদের ফরিয়াদ তোমারই
বান্দা আমরা একে অপর। আর হবে না ভুল।
রক্ষায় রক্ষিত রাখো তোমারই ছায়াতল দয়া ভান্ডারে
প্রচন্ড তাপদাহ্ ফরিয়াদ গ্রহণীয় মহান তুমি।
*******************************
বাণী: সুন্দর পৃথিবী আল্লাহ্ সৃষ্টি করেছেন মানব কল‍্যাণের জন‍্যেই। তাই মানুষকে নিষ্পাপ হতে হবে। মানুষ হতে হবে জ্ঞানী ও মনুষ‍্যত্ববোধ পরিচয়ের। আর সেই মনুষ‍্যত্ববোধ পরিচয় জ্ঞানের আলোকে সুন্দর পৃথিবীটা হতে মানুষ বিচরণ করে বিধাতার নিকট কৃতজ্ঞতা স্বীকার করতঃ নিবেদিত সুজ্ঞান ও কল‍্যাণ কর মানুষ হবে।আর সেই সকল মানুষেরাই দুনিয়া এবং আখেরাত দু'টিই চমৎকার ভাবে ভোগ করতে সক্ষম।