আমি কবি করি কর্ম একটি প্রাইভেট ফার্মে চাকুরী
পদবী মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগে দায়িত্ব।
মহা দায়িত্ব! মহা-ব‍্যবস্থাপক, প্রজেক্ট হেড ও বটে
প্রতি নিয়তই দপ্তর হতে গাড়ি আসে বাসা অফিসে
নিথে। আজ হঠাৎ চালক ঘুমিয়ে পড়াতে দেরী হয়।
সেই না আমার ঢাকার বাসা কাশেমের মোড় ঘেষে
বাসা হতে বেরিয়েই চোখে পড়ে একটি রিক্সা দেখা
বৃদ্ধ লোকটি ঐ'রিক্সা চালক। আমাকে দেখে বলেন
বাবাজী কোথায় যাবেন? ওঠেন নিয়ে যাই সেথায়।

উঠলাম চাচার রিক্সায় বটে চাচাতো তেমন চালাতে
পারে না। বয়সের ভারে অনেক কষ্ট করে প‍্যাডেলটি
চাপছেন বটে। কতকষ্ট যে তার জীবনটিতে কে কার
কথা বুঝবে জানি এজগৎ র্সসারটিতে? আমার মাঝে
জাগল চাচা রিক্সা ওয়ালার প্রতি দরদ মাখা মনটি।
বললাম ওহে চাচা কে আছে আপন জন আপনার?
এই বয়সে কেন রিক্সা চালাতে হচ্ছে পরিবারে কেউ
কি নেই আয়-রৌজগারের? মুখ ফুটে বলতে বেরিয়ে
আসে। বলেন চাচা পোড়া কপাল আমার বাবা ছিল
দু'টি ছেলে ও একটি মেয়ে। ছেলে দু'পরাপর যায় যে
মারা। মেয়েটি বিবাহ দিয়েছি। আছে স্বামীর সংসারে।

আমাকে কে দেখবে? সাথে আছে আপনার চাচী বাবা?
তাই যখন যতটুকু সামথা থাকে করি কর্ম ভরসাতে।
অল্প বয়সে জীবনে দিয়েছি ফাঁকি তাই আজ হয়েছি
রিক্সা ওয়ালা। সময় থাকতে বুঝিনি বাবা যেমন কর্ম!
তেমন ফল পেতে হয়; তাই আজ পাচ্ছি শেষ সময়ে।
পরিশেষে, চাচা মহাশয়কে বলি ধন‍্যবাদ সময় নেই
বাবাজী বেশ ভাল থাকবেন কখনো মনে হলে আমায়
স্মরণ করবেন ঐ' যে কাশেমের মোর কবি মুহাম্মদ
জাকির হোসেন বিপ্লব পরিচয়ে দিলে ভেঁচে থাকলে
হবে দেখা। তবে এখন আসি, ভাল থাকবেন আহ্বান।

চলমান...