শিশুর মনের কথা প্রথম বোঝে শুধুই মাতা
শিশুরাই এ'ধরণী ভবিষ‍্যৎ প্রজন্ম।
মানুষের মত মানুষ গড়ে তুলতে ভূমিকায়
অতুলনীয় আদর্শ এক ভিন্নমাত্রা!


মাতারই ভূমিকা অবধারিত সব সময় সঙ্গ
একটি অভিভূত মন মান চলন।
বাচন-ভঙ্গিমায় অনুকরণ শিশুর মন রেখা
পিতা হলেন যোগানদাতা খাদ‍্য..


-বস্ত্র-বাসস্থান-স্বাস্থ‍্য-শিক্ষা পাঁচটি মৌলিক
চাহিদা পূরণে ব‍্যাতি-ব‍্যস্ততায়।
সময় তাই তো মাতা শিশুর আদর্শ মন‍ুষ‍্যত্ব
বিকাশ লাভ পিতা-মাতা একত্র।


যোগ সূত্র রক্ত কণিকার উপসর্গ বংশানুক্রম
চলমান জন্মান্তর মানুষ সৃষ্টির।
বিধাতারই বিধানেও তাই সুস্পষ্ট উল্লেখিত
শিশুর মন কথা চায় উত্তম শিক্ষা।


তবেই শিশুরা গড়ে উঠবে উত্তম শিক্ষা সভ‍্য
এক বিকাশ লাভ অনন‍্য কিশোর।
ওরাই হবে পরিবার তথা সমাজ আদর্শবান
অতুলনীয় শিশু শিক্ষা আদর্শ মাতা।
*************************
বাণী: শিশুর আদর্শ শিক্ষা ব‍্যবস্থায় পরিবারকে পিতা কর্তৃক উত্তম পরিবেশ সৃষ্টি করা অবধারিত। আর সেই উত্তম পরিবেশেই শিশু বেড়ে উঠবে নৈতিক চরিত্র গঠন মূলক আখলাক পেয়ে। সাথে শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে উন্নতমান। উভয় দিক মিলায়ে সমাজে ছড়িয়ে পড়বে আদর্শ ও সুশিক্ষা শিশু পরিবেশ ভবিষ‍্যৎ প্রজন্ম দেশ রত্নকর্ণধর।