সৈনিক ভাবনারম ষোলোর দ্বিতীয় মাস
এই এই এলো রে পত্রিকাতে!
কি প্রকাশ হবে রে; ঐ'বয়স একদল বল
ছুটে মন রয় একটি চেতনা ভরা।

আমি হব সৈনিক দেশ সেবা আত্মমর্যাদা
আজ প্রকাশ হবে কাল হবে ঐ'
এমন করে ছাত্র জীবন পূর্ণতা পেতে অপূর্ণ
পড়ালেখা কমবেশী যাই বা করি।

তবুও করতে হবে নবম শ্রেণি অথবা মেট্রিক
এমনই সময় প্রেরণা অণুপ্রেরণায়!
মনের চাওয়া হ্নদয়ের ভাবনা বয়স প্রমাণ
নিয়ম করেছে সেনা শাসন প্রবেশ।

সবে মাত্র নিউটেনের ছাত্র বয়সটিও ষোল
কেবলই সৈনিকে যেতে যোগ‍্যতায়।
ঊষার আলো ছড়াতে সুগন্ধীর অনুপ্রবেশে
পর্দাপণ সুন্দর এক অনন‍্য বিকাশ।

পারিবারিক জীবনবোধ রচনা বিলাপ হ্নয়
পড়ালেখা ও যাতায়াত খরচ ভার!
পরিবার লোক সংখ‍্যাও বেশ সমাগম রয়
তাই তো প্রয়োজন নিশ্চিত জীবন।

নিশ্চিত কর্মময় জীবনবোধ ভাবনা প্রাণটি
আমি হব সৈনিক এ'দেশ জনতার।
কত আশা কত সাধ জাগে আত্মার অন্তরাল
এমনও সংসার পরিবার বাংলাতে।

বলি পরিবার করে পিতা-মাতা সংসার এ'ধরা
প্রকৃত পক্ষে সংসার চালাতে লবণ'
সংগ্রহে পান্নার হদিস থাকা দায় সেই আমরাই
এ সমাজের লোক জনেরা আমরা!
***************************
বাণী: সৈনিক তো তারাই যে সকল সন্তানেরা নিজ পরিবার ও দেশ সার্বভৌমত্বের রক্ষায় নিবেদিত একনিষ্ঠ‍্য ভরা জাগ্রত জাতি ধীর মনবল মানুষ। সেই তারা দেশ বরেণ‍্য মনুষ‍্য গুণিজন।