যেদিন ছিলাম মায়ের কোলে
ছিল কত সুখ।
ধীরে ধীরে বাড়ছি আমি
বাড়ছে মনের দুখ।

সুখের আশায় ধরার মাঝে
করছি কত পাপ।
কর্মফলে সাজছে জীবন
বাড়ছে শুধু চাপ।

মনের আয়নায় নিজের ছবি
দেখতে যখন পাই।
পাপের চিহ্ন দেখে তখন
আঁতকে উঠি ভাই।

জীবন খেলায় ধরার মাঝে
লিপ্ত আমি রোজ।
কী করেছি এই জীবনে
নেই তার খোঁজ।

অদ্য আমি শুদ্ধ মনে
করছি একটি শপথ।
সত্য পথে চলবো সদা
ছাড়বো যত কুপথ।
       =0=