আমি এক অভিযাত্রী, দূর পথের পথিক,
গন্তব্য আমার অজানা।
উদাস মনে একাকী চলছিলাম পথ,
নেই কোন ঠিকানা।
দেখা হল আরেক পথিকের সাথে, ছিল সে অচেনা,
ধরিল হাত, এক সাথে চলিব বলে।
ভাবিলাম- এইতো পৌঁছে গেছি গন্তব্যে,
পেয়েছি ভালোবাসার আশ্রয়স্থল,
এটাই আমার শেষ ঠিকানা।
বুঝিলাম ক্ষণিক পরে-
এটা ছিল আমার ভ্রান্ত ধারণা।
হাত ছেড়ে চলে গেল সে, হয়ে গেল আবার অচেনা।
হাজার মানুষের ভিড়ে, কোথায় হারিয়ে গিয়েছে
আর খুঁজে পাইনি ওর ঠিকানা।
পেয়ে হারানোর ব্যথায়- ব্যথিত আমি
আবার চলছি পথ একাকী,
নিজ গন্তব্যে চলছি আমি নিঃসঙ্গ, নির্বাক হয়ে।
জানিনা কবে শেষ হবে আমার এ যাত্রা,
কবে যে পৌঁছে যাব আপন গন্তব্যে।