(তানকা-১)

তোমার বাহুতে
তীব্র অসি আর বন্দুক,
আমার রয়েছে
একটি সামান্য কলম;
নির্বিঘ্নে বদলা নিব।

(তানকা-২)

বিধাতার খেলা
বুঝা বড় কষ্ঠকর,
পাঠায়ে ভবে
সবকিছু কাড়িয়ে নেন;
কি বিচিত্র খেলা করেন।

(তানকা-৩)

বেলা যে শেষ
রয়েছে আশা অশেষ,
জানিনা এসব
হবে কি না পূর্ণ আর;
জীবন মানেই জিত ও হার।

(তানকা-৪)

হে জন্মধাত্রী!
তুমি অমূল্য রতন,
জন্মেছি কোলে
তোমার দুধ করেছি পান;
তুমি মাতৃ আমার প্রাণ।