একটা পৃথিবী বিলাস বহুল
সাজানো রঙিন সাজে।
আরেক পৃথিবী অতীব পানসে
ললিত জগত মাঝে।


একটা পৃথিবী আছড়ে খাবার
সুঠাম ধরার পরে।
আরেক পৃথিবী পায়না আহার
উপোস থাকিয়া মরে।


একটা পৃথিবী গড়ছে ভবন
বহুল তাদের আশা।
আরেক পৃথিবী খুবই কাহিল
তাঁবু-ই ওদের বাসা।


একটা পৃথিবী অনেক আমুদে
আরও অধিক চায়।
আরেক পৃথিবী অতীব নাকাল
করুণা খুঁজছে হায়!


একটা পৃথিবী পেয়ছে অনেক
কাউকে করেনা দান।
আরেক পৃথিবী মাগিয়া চাহিয়া
বাঁচায় নিজের জান।


দুইটি রূপের দুইটি পৃথিবী
সতত দেখিতে পাই।
শোভন ধরায় এতটা তফাৎ
কেমনে হয়েছে ভাই?