জীবন সায়াহ্নে দাঁড়ায়ে আমি
খুলেছি হিসাবের খাতা।
মিলেনা এ হিসাব যোগ-বিয়োগে
জীবন যেন গিয়েছে বৃথা।

বাবা-মায়ের বকুনি উপেক্ষা করে,
করেছিলাম কত উচ্ছৃঙ্খলতা।
ভেসেছিলাম সেদিন কালের হাওয়ায়,
জীবনে আজ পাইনি সফলতা।

সেই শৈশব-কৈশোর কালে বুনেছিলাম
কত রঙিন স্বপ্নের জাল।
কোন স্বপ্ন আর হলনা পূরণ এ জীবনে,
রয়েছে শুধু মিথ্যে জঞ্জাল।

সুখের  নেশায় মত্ত হয়ে কাটিয়েছি দিন,
স্বপ্নের পিছু ঘুরে ঘুরে।
সুখ আজ জীবন থেকে সরে গেছে
চলে গেছে দূর বহু দূরে।

আজ আর কোন স্বপ্ন আসেনা দু'চোখে,
ভেসে গেছে সব সাগরের জলে।
এ জীবন তরী ভিড়িবে না কভু আর
সুখের রঙিন কূলে।