কলম সৈনিক লিখে দৈনিক
কাব্য কিংবা গল্প।
বিশ্ব মাঝে ওদের চাঁদা
নয়তো আজি অল্প।


ওরাও যে করছে সংগ্রাম
কলম তাদের শক্তি।
কলম দিয়েই ছিনিয়ে আনে
ধরার মাঝে মুক্তি।


এই সমাজটা কলুষিত আজ
দিকে দিকে দ্বন্দ্ব।
কলম সৈনিক এসব নিয়ে
গড়ে তাহার ছন্দ।


জালিমের ঐ রক্ত চক্ষু
নয় যে তাদের ভয়।
কলম দ্বারা আনছে ভবে
মানবতার জয়।


কলম সৈনিক শ্রেষ্ঠ সৈনিক
তাইতো বলি ভাই।
গড়ে ওরা নির্মল সমাজ
ওদের তুল্য নাই।