এ জগত থিয়েটার বড় মায়াময়,
বহু যুগ ধরে আছে নেই তার ক্ষয়।
কথা বলি নানা ছলে অভিনয় করি,
ভালোবেসে অপরের হাত খানা ধরি।


একে একে যায় সব ফিরে নাতো আর,
হৃদ মাঝে স্মৃতিগুলো ভাসে বার বার।
মনে পড়ে সকলের মায়া ভরা মুখ,
বেদনার ঢেউ উঠে ভরে যায় বুক।


চলে‌ গেছে পরপারে বহু প্রিয় জন,
হারানোর ব্যথা নিয়ে কেটে যায় ক্ষণ।
জগতের রীতিনীতি এভাবেই চলে,
স্মৃতিগুলো মনে করে ভাসি আঁখি জলে।


ধরা ছেড়ে একদিন সবি যেতে হবে,
ক্ষণস্থায়ী প্রেম প্রীতি স্মৃতি হয়ে রবে।
ঘরবাড়ি টাকা-কড়ি পড়ে রবে সব,
তুমি শুধু চলে যাবে, ডাকে যদি রব‌।


তোমার করণ রবে ধরণীর পরে,
ভালো কিছু করো তাই মানবের তরে।
কখনো কাউকে তুমি দিওনা কো ব্যথা,
মরণের পরে যেন বলে ভালো কথা।