মানুষ নামের প্রাণীটাকে বুঝা বড় দায়,
চলার পথে সবাই শুধু নিজের স্বার্থ চায়।
মুখে থাকে মিষ্টি কথা বিষে‌ ভরা মন,
পরের ক্ষতি করতে ওরা ব্যস্ত সারাক্ষণ।


নিত্য দিনে করতে থাকে ইচ্ছাকৃত ভুল
হৃদে‌ তাদের পাইনা খুঁজে মানবতার ফুল।
গড়তে তারা পারেনা যে ভাঙে পরের ঘর,
লোভে পড়ে এক নিমেষে আপন‌ করে পর।


হানাহানি করে সদা গরল‌ ভরা প্রাণ,
মুখের কথা তিক্ত অতি যেমন বিষের বাণ।
সমাজসেবী সাজে ওরা পেতে সবার মন,
লুটেপুটে খেয়ে ফেলে অসহায়ের ধন।


এদের জন্য এই ধরাতে দুঃখের হাওয়া বয়,
সত্য পথটা ছেড়ে ওরা লোভের পথে রয়।
বাঁচার অর্থ এদের কাছে নেই যে কিছু আর,
হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্বে জীবন করে পার।


প্রভুর দেওয়া মানব জীবন অমূল্য এক ধন,
জীবন পথে চলতে হবে শুভ্র করে মন।
হৃদয় থেকে কালো ময়লা করতে হবে দূর।
জগত মাঝে বাজবে তখন সুখের নতুন সুর।