মাটির তৈরি দেহ খানা
রাখছ যতন করে।
আর কতদিন থাকবে তুমি
এই ধরণীর পরে।


হঠাৎ যখন প্রাণপাখিটা
চলে যাবে ওড়ে।
কবর মাঝে দেহ থাকবে
নিথর হয়ে‌ পড়ে।


মাটির কায়া মাটির সাথে
বিলীন হয়ে যাবে।
শত শত কীট পতঙ্গ
খুঁটে খুঁটে খাবে।


ধরার মাঝে দেহ বলে
করোনা আর বড়াই?
মরণ যখন আসবে দ্বারে
থামবে সকল লড়াই।


তাইতো সবাই ধরাধামে
কর্ম করতে হবে।
উচিত কর্ম করতে পারলে
অমর হবে ভবে।