প্রেম কী?
দেখা হবে বলে আর দেখা না হওয়া
মৃত্যু সমান এক বিচ্ছেদ জানে।
জানে, কখনো বলা না হয়ে ওঠা
মনের গভীরে জমা থাকা কথাগুলো।


প্রেম কী?
অনেক বছর পর ব্যস্ত শহরের শপিং মলের বাইরে
'হঠাৎ দেখা'--রা জানে।
কিছু জানে, নির্জন রাতে রিসিভ না হওয়া
টেলিফোনগুলো।


প্রেম কী?
ওর সঙ্গ দিতে জোর করে পাল্টে ফেলা,
অনেক পুরানো অভ্যাসরা জানে।
আর জানে, তার সাথে দেখা করে ফিরে এসে
মা-বাবার কাছে মিথ্যা বলার মুহূর্তগুলো


প্রেম কী?
বাঁধা নিষেধ অগ্রাহ্য করে
মন যেখানে পাগলের মতো দৌড়ায়,
সেখানেই দেখা হতে পারে---
প্রেমের না লেখা অনেকগুলো সংজ্ঞার সঙ্গে।