দেশের কথা বলতে মানা রাজার ভুলেই নষ্ট,
ইচ্ছে মতো চলছেন রাজা প্রজার হচ্ছে কষ্ট।
চাটুকারদের মিষ্টি কথায় রাজা থাকেন ভুলে,
পাতি নেতার পাল্লায় পড়ে জনগন আজ শূলে।


মিথ্যা কথায় অনেক পটু সাজেন সমাজ রক্ষক,
সুযোগ মতো তারাই আবার হয়ে উঠেন ভক্ষক।
টাই, কোট পরে থাকেন ওরা মন্ত্র শালায় বসে,
কোন গুদামে কেমন আছে হিসাব তারা কষে।


প্রজারা সব ভাবতে থাকে এরা অতি ভালো,
বাহিরেতে ফিটফাট অতি ভিতরটা যে কালো।
এসব লোকে মিলে আজি দেশটা করছে শাসন,
কাজের বেলা নেই-তো কিছু, মুখে লম্বা ভাষণ।