শৈশব কালটা যায় না ভুলা
মনে পড়ে নিত্য।
হৃদয় পটে ভাসলে স্মৃতি
আজো হাসে চিত্ত।


নানা রকম মজার খেলা
চলতো পাড়া ভরে।
খেলা-ধুলা শেষে সবাই
সন্ধ্যায় ফিরতাম ঘরে।


সন্ধ্যা পরে পড়তে হতো
ভাই বোন মিলে বসে।
বাবা মাকে ফাঁকি দিয়ে
খেলতাম মোরা রসে।


হঠাৎ একদিন বাবা মোদের
আসলো পড়ার ঘরে।
খেলতে দেখে ভীষণ রেগে
টানলো কানটা ধরে।


বকাবকি করে বাবা
ডান্ডা কতক দিলো।
ফাঁকিবাজি মোদের থেকে
বিদায় নিয়ে নিলো।