মানব তুমি শ্রেষ্ঠ জাতি
ধরার মাঝে জ্বালাও বাতি
নির্মল করো মন।
ধনী-গরিব কালো-সাদা
ভেঙ্গে ফেলো সকল বাঁধা
করো তুমি পণ।


হানাহানি মারামারি
দিকে দিকে অনাহারী
কত দেখব আর?
ভুলে গিয়ে নিজের ধর্ম
করছ কেন অসৎ কর্ম?
জগত হচ্ছে ছার!


ভেদাভেদ সব ছুড়ে ফেলে
ভালোবাসার মশাল জ্বেলে
চালাও শান্তির রথ।
ক'দিন তুমি থাকবে ভবে
জগত ছেড়ে যেতেই হবে
ধরো সত্যের পথ।


দ্বন্দ্ব দ্বেষে লিপ্ত যারা
মানব রূপে পশু তারা
ধ্বংস তাদের হয়।
জীবের সেবা করো নিত্য
শুদ্ধ করে আপন চিত্ত
হবে তোমার জয়।