ভোরের এক ফোঁটা শিশির হয়ে এসেছিলাম পৃথিবীর পরে
ভেবেছিলাম
বিল সাগর নদী সৈকত ভ'রে দেবো একেবারে
কানায় কানায়
হেটে হেটে ছিলাম সেই পথে একাকী সেথায় অমোঘ লীলায়
সূর্য ওঠে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত্রি নেমে আসে
চোখের পাতা কখন যে নীরব নিস্তেজ হয়ে পড়ে 
শিশিরের টুপটাপ পতনের ফোঁটায় কান পেতে রই
গাছের পাতারা ধানের শিষ পদ্মপাতা পুকুরের জল কথা বলে
কত রকমের কথা যে বলে তারা একে অপরের সাথে
শুধু এই শিশিরের সাথে কথা হয়না কারোর এই পৃথিবীর পথে
তবে আমি শিশির হ'য়ে কথা ব'লে যাই নিরন্তর
শুধু এই পৃথিবীর সাথে
কোনো আফসোস নেই আমার তবে
আমি ক্ষুদ্র শিশির হয়ে বেঁচে রবো একাকী আমি
এই বাংলার ঘাস বনে