শত সহস্র শতাব্দী কাল দেখা হবে না
তোমার সাথে আমার
অথবা আমার সাথে তোমার
তারপর কোনো এক ক্ষণকালে হয়তো বা হয়ে যাবে দেখা
আচমকা দেখা হবার সাথে সাথেই অবাক হবো দু'জনে আবার
আঁখি যুগল কেপে উঠবে উত্তেজনায় তৎক্ষনাৎ
অবাক বিষ্ময়ে দু'জন দু'জনার চোখে চোখ রেখে
হারিয়ে যাবো কিছুক্ষণ 
সম্বিৎ ফিরে এলে ব'লে উঠবো অনেকদিন আমাদের হয়নি দেখা
এভাবেই কেটে যাবে দিন মাস বছর একাদিক্রমে
তারপর এক সময় আমি জানবো
অথবা তুমি জানবে যে আমাদের আর কোনোদিন দেখা হবে না
হয়তোবা আমি হয়তোবা তুমি বিদায় জানাবো এ সুন্দর বসুধাকে
দেখা হবেনা আর কোনোদিন তোমার আমার সাথে
এভাবেই অমর হ'য়ে রবে আমাদের প্রেম আর ভালোবাসা
ইতিহাস হ'য়ে রবো তুমি আর আমি এভাবেই
বাংলার প্রেমিক প্রেমিকার হৃদয়ে আবহমানকাল