বসন্ত এসে গেছে আর নয় দেরি
শীত বলে চলো ভাই ঘোরাঘুরি করি।
কনকনে শীত আর আমাদের নাই
উত্তাপ বাতাসেতে চলো ফিরে যাই।

জালিয়েছি শীতকালে মনের মতোন
তাড়াতাড়ি ভাগি চলো করবে যতোন।
লেপ কাথা কম্বলে দিয়েছি আরাম
ভুগেছে শীতে আবার হয়েছে ব্যারাম।

কম্বল কাথা এখন লাগছে না আর
চুপে চুপে মরে গেছে শীতের বাহার।
সোয়েটার চাদর আর মাফলারের খেলা
জমবে না এবার আর আগামীর মেলা।

আমগাছ লিচু গাছে মুকুলের ফুল
কাঁঠালের গাছগুলো কচি ভরপুর।
সমারোহে জানাচ্ছে শীতের আজ শেষ
এসে গেছে এসে গেছে ফাগুনের আবেশ।

আমগাছের পাতা আজ ঝরা হলো শুরু
ঝাড়ু দাও দূর করো ঝরাপাতা গুরু।
গাছে দেখি জবা ফুল কলি তার সাথে
বসন্তের আগমন নাচে তার সাথে।

শীতকাল মজার কাল কথা বটে ঠিক
নিঃস্বের জান যায় এদিক সেদিক।
তবুও ঋতুর ফল মানতে যে হবে
কবিরা বসে সব কাব্য যে কবে।


প্রকাশস্থানঃ
বাংলো
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়-১২-০৫মিনিট
বাংলা-৯ ফাল্গুণ ১৪২৭
ইংরেজী-২৩-০২-২০২১