পৃথিবীতে শত সহস্র লক্ষ কোটি কবিতা রচিত হয়েছে
সকলেই জানে অথবা কিয়দাংশই তার


মিল্টন বায়রন কিটস ওয়ার্ডসওয়ার্থ এ পৃথিবীতে
যত্ন করে কত কবিতাই না রচনা করলো
কত ব্যথা সুখ দুঃখের কত কবিতাই না লিখলো তারা
পরম মমতায় এ পৃথিবীর পরে
কিন্তু তারপর ও প্রশ্ন থেকে যায়
আজও কি হয়েছে লেখা পৃথিবীর সেরা সে কবিতাখানি
না পৃথিবীর মহত কবিতা হয়নি রচিত আজও
কোনো শ্রেষ্ঠতম কবির কলমের খোঁচায়


কিন্তু তুমি নিজেইতো পৃথিবীর একটা শ্রেষ্ঠ কবিতা
কোথায় সে কবিতার তুলনা?
তোমাকে লিখতে হয়তো কেটে যাবে আরো হাজার বছর
হয়তো বা আরো বেশী সমম লেগে যাবে
তোমাকে লিখতে
কিন্তু
তারপর ও কি শেষ হবে লেখা সে শ্রেষ্ঠতম কবিতাখানি?


তুমি তো নিজেই একটা কবিতা
তোমার সর্বাঙ্গে শুধু কবিতার ঢেউ


তোমার কানের দুল মিষ্টি হাসি চোখের পলক লম্বা চুল
সবই তো এক একটা কবিতা হয়ে ঝুলে আছে
জামের শাখায়


কোনো কবির তো আর নতুন করে কবিতা লেখার
দরকার নেই
পদ্মের সরোবরে তুমি যে একটা কবিতা হয়ে বেড়ে 
উঠেছো
সে কবিতার তুলনা কোথায় এ পৃথিবীর পরে?
কবিতা লেখার জন্য কবিতা পাড়ার আর কাউকে
ডেকে আনার তো দরকার নেই আমার