ঘাত প্রতিঘাতের মাঝে্ই বড়ো হয়
বেড়ে ওঠে মানুষ
ঘাত প্রতিঘাত নিয়েই পৃথিবীতে বেঁচে থাকতে হয়
এই আঘাত এই কষ্ট এই ব্যথা এই যন্ত্রণা
সবইতো জীবনের অংশ জীবন গড়ার মন্ত্রনা
আঘাতে আঘাতে জর্জরিত হয় মানুষ
ক্ষত-বিক্ষত হয় মানুষের হাড় মাংস হৃদয়
ভেঙে চুরমার হয়ে যায় মানুষের মন
তবুও বেঁচে থাকার আশা ছাড়ে না কেউ
টিকে থাকার প্রচেষ্টার তটিনী তে ওঠে কিছু ঢেউ
পাথরে মাথা কুটে এগিয়ে যায় সম্মুখ পানে
যদি কিছু মেলে আহা মানবের কঠোর শ্রম ধ্যানে