তোমার আখড়ায় হানবো না আঘাত আর জানি
ঝোপঝাড় জঙ্গলে ঘেরা আখড়া আজ হায়েনার খনি
হায়েনার নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত আজ তুমি
তাতেই তুমি মহাতৃপ্ত মহাসুখী সেটুকুই জানি
শিউলি ঝরা ভোরের মতোই সুমিষ্ট স্নিগ্ধ থেকো তুমি
আজন্মকাল
মহা শান্তিতে থেকো তুমি কাল মহাকাল
সাগরের ঢেউয়ের মতো থেকো অবিকল
নির্ভেজাল সরীসৃপের জীবন নিয়ে থেকো চিরকাল
ব্যথা বেদনার ইতিহাস তোমাকে কাঁদাবে না আর
শুধুই থেকে যাবে রয়ে যাবে তোমার আমার
ফেলে আসা জীবনের ভার
তুমি তো পারো জানি আমি তা
আমি যে পারিনা তুমি তা জানো না
জীবনের কতো কথা কতো স্মৃতি গোলাপের পাপড়ির মতো
ঝ'রে পড়ে আজও
তুমি শুধু নির্বিকার রয়ে যাও সদা
কওনাগো কোনো কথা আজকের তরে
জানি তুমি চাওনা আমাকে আর জানি
তবু তুমি দূর থেকে কেনো দাও অযথা হাতছানি?