খুব গোপনে রাতের গভীর অন্ধকারে
কে সে জন?
আমার কবিতা পড়ে
আনন্দিত হয় খুশী হয় আপন মনে
ভ'রে যায় মন তার নিঝুম অন্ধকারে
আমি ও যে কি রকম ভয়ঙ্কর খুশী হই আনন্দে উদ্বেলিত হই
তা কি কেউ জানে?
মিষ্টি গোলাপের গন্ধে নেচে ওঠে আঙ্গিনা
খেলে যায় দিন রাত ঠিক তারই সনে
কবিতার মধ্যে ডুবে থাকে সে
আমার কবিতা না পেলে
অন্ধকারে ঢেকে যায় মুখ তার
মন বসেনা কোনো তার কাজে
বলতে পারেনা আহা মুখ ফুটে লাজে
কথা নেই কথা নেই আমার সাথে কোনো
কবিতা লিখলেই তবে কথা হবে শোনো
গর্ব ও অহংকার এ ফেটে যায় বুক
ভাবি এ পৃথিবীর পরে
এখনো একটা হৃদয় যে আমার আছে
যে শুধু আমারই কবিতা পড়ে
হৃদয় মন স'পে শুধু আমারই কবিতার তরে