ছেলেমেয়ে সবার আছে
আছে সবার ঘরে
দেখেশুনে রাখুন তাদের
আপন সুখের তরে।

চাওয়া পাওয়া থাকে সবার
থাকে প্রয়োজন
চাওয়ার আগে পায় যদি কেউ
দূর্ভাগা সে জন।

সময় নিয়ে ঘুচাও অভাব
ঘুচাও ছেলের যতো,তবে-
বুঝতে দিও অভাব টা কি
অভাব টারই মতো ।

চাওয়ার আগে ঘুচলে অভাব
মিটলে ছেলের সব
বলবে হেসে কিসের অভাব?
করবে অট্টরব।

ইচ্ছে দমন বড় ব্যাপার
ইচ্ছে দমন করো  
ইচ্ছে দমন ক'রে সবে
সুখের সংসার গড়ো।

ইচ্ছে দমন ছাড়া দেখো  
সূখ মেলেনা কারো
সুখের দেখা পেতে হলে
ইচ্ছে দমন করো।