আজ যদি তুমি খুব বেশি মনকষ্ট পাও
নিদ্রাহীন চোখে রাত কাটিয়ে চোখের জলে বুক ভাষাও
একাকী শয্যায় ছটফট করো
কাতর হও বিরহ বেদনায়
গাছের গর্তে লুকানো দু একটা পেঁচাকে সঙ্গী করে 
ভোর ডেকে আনো
সূর্যের আভা ছড়ানোর আগে দোয়েল পাখির ডাকে
নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করো
তাতে কি হবে বলো
রজনী গন্ধার স্টিক ছুড়ে ফেলে দিয়ে আমাকে একা রেখে
চলে গিয়েছিলে
পেছন থেকে বারবার ডেকে ও ফেরাতে পারিনি
সেদিন তোমাকে আমি
ভুল করতে যাচ্ছো তুমি বুঝেছিলাম ঠিকই
বুঝলেনা তুমি একটুও বুঝলে না শুধু তুমি
আর ফিরলে না তুমি একেবারেই ফিরলে না
চলে গেলে তুমি আমার দৃষ্টির সীমানার বাইরে
খুঁজে পেলাম না জীবনে তোমাকে আমি আর
কিন্তু সেদিনের সেই
রজনী গন্ধার সৌরভে ভেসে যায় হৃদয় আমার আজও
ভুলের মাশুল দিতে হলো দুজনকেই শুধু তোমার জেদের জন্য
আজও আমি বেঁচে আছি তোমার নির্ঘুম রাতের সঙ্গী হয়ে
তুমি ও থাকো বেঁচে একান্তই আমার সনে
ভুলের মাশুল গুনে গুনে