ঘরের ভেতরে পায়চারী করো আর সুখ খুঁজে ফেরো নিরন্তর
কিন্তু কোথায় খুঁজে পাবে সে কাঙ্খিত সুখ?
আগুনে পুড়ে ভস্মীভূত ঘর
কি ক'রে সুখ বাঁধবে বাসা
বাঁধা যে নিরন্তর?
সেতো বিদায় নিয়েছে ত্রিশ বছর আগে
কি ক'রে ফিরবে বলো?ফিরবে তোমার ঘরে
কোথায় তারে আর খুঁজে তুমি পাবে?
সুখের নীড় গড়তে একদিন গেথেছিলে সুতো দিয়ে মালা
নির্মম কাল মহাকাল গেলো চ'লে
চ'লে গেলো দূর কতোদূর বহুদূর
তবুও হলো না আর
সুখের ঘরখানা গড়া
প্রকৃতির নিয়মে চলে সব সংসারের খেলা
দিন রাত কেটে যায় কখন কিভাবে?
বুঝি না কিছুই তার
সবকিছুর মূলে হায় রয়ে গেছে রয়ে গেছে
জীবনের কিছু আর কিছু অবহেলা
ফেলে আসা জীবনের
দুঃখ বেদনার ইতিহাস নিয়ে
তাই আমাদের জীবনের এ পথচলা