কতো পাখি গান ধরে কতো পাখি বাসা বোনে
আমারই প্রিয় কুঞ্জবনে
চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি
সকলেরই ঘর হয় বাড়ি হয়
আর আমার আঁখি দ্বয়ে ঝরে শুধুই অশ্রুবারি
শুধু হলোনা কোনো বাড়ি ঘর জীবনে আমার
আজও দুঃখ বেদনার তরী বেয়ে চ'লে যাই
হিজলতলীর ঘাটে
যদি কোনোদিন সে ভুলেও ফিরে আসে
আমার এ বিরান ভূমির বাটে
হয়তো আসবেনা সে জানি
তবুও আশায় বুক বেঁধে রবো চেয়ে তবপানে
ওরে মনভাঙা পাষাণী