বড়ো মানুষ বড়ো পদে থাকলে কিবা হবে
বড়োর মতো কাজ না করলে বড়ো কেবা কবে?
হিংসা বিদ্বেষ সংকীর্ণতা থাকবে না যার মাঝে
সে-ই যে হবে বড়ো সবার বড়ো তারই সাজে।


চেয়ার তোমার বড়ো বটে মনের দিকে খাটো
বাইরে বড়োর ভাব দেখালেও আসলে তুমি ছোটো।
বড়ো হতে মন লাগে চেয়ার কভু নয়
দৈন্যদশা থাকলে মনে বড়ো কেবা কয়?


বড়ো হবার আগে সবার মানুষ হতে হবে
মনুষ্যত্বের গুণ না থাকলে মানুষ কেবা কবে?
মানুষ হতে পদ পদবী কিছুই লাগে না
লাগে শুধু মনুষ্যত্ব মানুষ বোঝে না।


তারিখ-
বাংলা=২ বৈশাখ ১৪২৯
বার=শুক্রবার
ইংরেজী=১৫-০৪-২০২২
সময়ঃ=২০-৫০ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ