কেমন ক'রে ঘুমাই বলো ঘুম যে চোখে নাই
ঘুম কাঁতুরে চোখের পাতা মিশতে নারে তাই।
কি হয়েছে চক্ষু আমায় একটু খুলে বলো
বলবো কি ছাই ঘুমের কথা নীলার কাছে চলো।

কি করেছে নীলা আমার একটু বলো ভাই
বলবো কি আর নীলার কথা বলবো কিবা তাই।
একটু যবে চোখের পাতা মিশাই ঘুমের তরে
কাজল কালো কাঁকের চোখে নীলা ঘিরে ধরে।

ঘুমাতে সে দেয় না আমায় তাকায় বড় চোখে
ঘুম যদি পায় দু'নয়নে আঁড় নয়নে দেখে।
বলে আমায় ঘুম নাহি গো আমায় শুধু দেখো
আমার চোখে তোমার শুধু চোখটি মেলে রাখো।  

চোখে চোখে রাত কেটে যায় ঘুম না আসে চোখে
ঘুমের পাখি আসলে ঘরে চোখ মারে সে তাকে।
এমনি করে জীবন আমার চলছে জীবন ভাই
নীলার চোখে দেখি আমি নীলার মুখে খাই।

নীলার হাটায় হাটি আমি নীলার বসায় বসি
নীলার মুখে হাসি আমি নীলারে ভালোবাসি।
নীলা আমার জীবন মরণ নীলা ই আমার ছবি
নীলা ছাড়া জীবন আমার আঁধার ঘরের চাবি।

নীলারে তাই সারাজীবন বাসছি আমি ভালো
আমার নীলা তাইতো আজো আমার ঘরের আলো।