নীরব চক্ষু তাকিয়ে থেকে বলে অনেক কথা
বুঝার মতো মন না থাকলে বুঝবে কে তার ব্যথা?
চোখের ভাষা চোখেই থাকে বুঝতে কেবা পায়?
মন আছে যার সে-ই মনের কাছে পৌঁছে যায়।


নীরবতা নীরব থেকে অনেক কথা বলে
ঠিক যেমনই নদীর জলে শ্যাওলা ভেসে চলে
সন্ধ্যা নামে নীরবেই গভীর অন্ধকারে
পৃথিবী কয় অনেক কথা বুঝতে কেবা পারে?


অন্ধকারের কান্না শুনে বৃক্ষদেবী কয়
কষ্ট পেয়ে কি আর হবে সেতো জগম্ময়?
গভীর রাতে ঘুমিয়ে পড়ে ক্লান্ত বসুন্ধরা
ঘুমের ঘোরে যায় হারিয়ে শুধুই পরস্পরা।


মন আছে যার সে-ই মনের ভাষা বুঝতে পারে
মনদেবী তাই তারই তরে মনের কথা বলে
শক্তিশালী নীরবতার লক্ষ কোটি কথা
যায় ব'লে সে অনাদরে হৃদয়ের সব ব্যথা।