সবুজ সতেজ ঘাস বন-বনানী যতোসব আছে এ পৃথিবী তে
যতোসব লতাপাতা বাঁশঝাড় আছে এ ধরনীতলে
পশুপাখি জীবজন্তু চিল আর শালিকের ওড়াউড়ি
তার মাঝে ও দেখি আমি হাজারো প্রেমের ছড়াছড়ি
সকলের মাঝে আছে স্বর্গীয় আনন্দ আর প্রেম
প্রেম ছাড়া আর কিছু ই নেই এ পৃথিবীতে জানি
তবুও যুবতী তরুণী গৃহবধূ আজ কেনো কাঁদে?
নীরবে নিভৃতে তারা কেনো লুকিয়ে কেঁদে মরে গৃহকোণে?
এ যে একান্তই নরের দায় সেকথা আজ কে-বা শোনে?
কর্ম শেষে ভুলে যায় নর তার কাজের কথা
চ'লে যায় দ্রুত সে আপন ধ্যানে আপন খেয়ালে
ভুলে যায় একেবারে বেদনায় নীল হয়ে যাওয়া নারীর কথা
রয়ে যায় নারী শুধু নিয়ে তার হৃদয়ের ব্যথা
তারপরও জানি আমি পৃথিবীতে প্রেম ছাড়া নেই কিছু আর
ঠিকই রয়ে যাবে প্রেম পৃথিবীতে আবহমান কাল