বুকের রক্ত ক্ষরণ কে দেখে?
বুক যার বিদীর্ণ হয় প্রেমের তীর এ
শুধু সে-ই বোঝে সে-ই জানে
ব্যর্থ বেদনার ফিরিস্তি আর ইতিহাস কতো বড়ো
কতো যন্ত্রণার কতো কষ্টের

কতো প্রেম কতো ভালোবাসা
প্রেমিক প্রেমিকার দুয়ারে হুমড়ি খেয়ে পড়ে
আর নিদারুণ নিষ্ঠুর আঘাতে জর্জরিত হয় বারংবার
সব প্রেম কি আর সফল হয়?


মুখ হয় মুক আর নির্বাক বিস্ময়ে তাকিয়ে রয় শুধু
অতীতের দুঃখ কষ্ট আর বেদনার পানে
তবুও বেদনার ইতিহাসে নাম লিখে
স্মৃতিচারণ ক'রে বেঁচে থাকতে হয়
জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত বেঁচে থাকতে হয়
বেঁচে থাকতে হয় প্রেমের নিশ্চলা রক্তপ্রবাহ নিয়ে