আমার দেশে এমন মানুষ হয়তো আছে খুব
সারাজীবন পায় না কিছু তবুও রয় চুপ
নীতি আর আদর্শ তার জীবন চলার মন্ত্র
একটু ও সে হয়না চ্যুত এটা যে তার তন্ত্র।

সারাজীবন চায় না কিছু যায় না কারো কাছে
থাকে নিয়ে সদা খুশী যা কিছু তার আছে
বিলিয়ে দেয় তারে শুধু দেশ ও দশের তরে
সেবার মাঝে ই হৃদয় তাহার আপনা থেকে ভরে।

সুন্দর মনের মানুষ এরা করেনা কারো ক্ষতি
জিঘাংসা নেই মনে তাদের হয় না সমাজপতি
জীবন তাদের সহজ সরল ঠকায় না সে কারো
পারলে দাড়ায় পাশে সবার ঠকে বরং আরও।

সৎ চিন্তা ছাড়া তারা ভাবে না আর কিছু
সৎ কর্ম সৎ কাজ ই তাড়ে পিছু পিছু
নাই হিংসা নাই অহংকার নাই কিছু তার মনে
পরোপকার করেই সে যায় যে ক্ষণে ক্ষণে।

দেয় না আঘাত কারও মনে কয় না এমন কথা
তাকে বরং আঘাত করে দিয়ে মনে ব্যাথা
নাইরে প্যাচ নাইরে ঘোচ পরিস্কার তার মন
বন্ধু বৎসল পরোপকারী তারই সাদা মন।

এমন সাদা মনের মানুষ আছে আমার দেশে
সেবা দিয়ে কর্ম দিয়ে যায় রে অবশেষে
এমন সোনার মানুষ দেশের জন্মাবে না রোজ
নিরবে সে যায় চলে যায় কেউ রাখে না খোঁজ।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ

প্রকাশ কাল
সময়ঃ০০-০৯মিঃ
তারিখঃ১৯-০৭-২০২০ ইংরেজী