আমার শুধু প্রশ্ন জাগে
মানুষ কেনো মিথ্যা কয়
একটা মিথ্যা ঢাকতে গিয়ে
হাজার মিথ্যা বলতে হয়।

সত্য বলা মহৎ রীতি
এ কথাতো নতুন নয়
সত্যের কাছেই মিথ্যা হারে
মিথ্যা শেষে বিনাশ হয়।

সত্য মিথ্যা দুয়ের মাঝে
সত্য হাসে শেষে
সত্যের হাসি দেখে মিথ্যা
কাঁন্দে অবশেষে।

ঘৃণা করে মানুষ তারে
মিথ্যা যে জন বলে
মিথ্যা বলার জন্য তারে
এড়িয়ে সবাই চলে।

শপথ করো ঘৃণা করো
মিথ্যা যে আর নয়
বন্ধ করো মিথ্যা বলা
হোক না সত্যের জয়।

সত্যকে আজ ফিরিয়ে আনো
সবার মুখে মুখে
মিথ্যা তখন পালিয়ে যাবে
সবার মুখের থেকে।