একদিন তুমি প্রেমিক ছিলে
ঠিক লাইলী মজনু শিরি ফরহাদ এর মতো
কত স্বপ্ন স্বাদ আহ্লাদে আপ্লুত ছিলো সেইদিন
কিছু না কিছু একটা নিয়ে তুমি হাজির হতে
আমার সামনে
শাহবাগ নিউমার্কেট টিএসসি কতো জায়গায়
নিয়ে যেতে আমাকে
একটু কাশি দিলেই চমকে উঠতে তুমি
কি হয়েছে তোমার বলে চিৎকার করে বলতে
চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই
এতো আনন্দ এতো আবেগ এতো ভালোবাসা
কোথায় রাখি
এখন আমি স্ত্রী আর তুমি আমার স্বামী
বাচ্চা উৎপাদনের ফ্যাক্টরীতে ব্যস্ত আমি
এখন আমার সেই প্রেমিক নেই
এখন শুধু স্বামী কে-ই দেখতে পাই চারপাশে আমার
এখন কেউ আমাকে ফুসকা খাওয়াতে নিয়ে যায় না
কোথাও কেউ বেড়াতে নিয়ে যায় না
চার-পাঁচ দিন অসুস্থ হয়ে থাকলেও
ভালোবেসে কেউ কিছু জানতে চায় না
সংসারের চাকায় এখন ঘুরছি আমি নিরন্তর
কোথায় সে প্রেমিক?
আমি তো স্বামী চাই না চাই শুধু আমার সে প্রেমিক কে
কোথায় সে প্রেমিক আমার?