গোলাপ ছিলো চোখে তোমার  
গোলাপ ছিলো দৃষ্টিতে
গোলাপ ছিলো কবুতরের  
সলাজ ভরা চাউনিতে ।

গোলাপ ছিলো চোখের তারায়
গোলাপ ছিলো কাব্যে
গোলাপ ছিলো অঙ্গে তোমার
এ কথা কে ভাববে?

গোলাপ ছিলো কেশে তোমার
গোলাপ ছিলো মুখটিতে  
গোলাপ ছিলো হাস্যে তোমার
টোলপড়া ঔ গালটিতে।

গোলাপ ছিলো চোখের কোণে
গোলাপ ছিলো ওষ্ঠে
গোলাপ ছিলো গলে তোমার
গোলাপ ছিলো কন্ঠে।

গোলাপ ছিলো গাড় ভাজে
গোলাপ ছিলো নিতম্বে
গোলাপ ছিলো ঘুঘু পাখীর
সুরতোলা সুর তরঙ্গে।

এখনো সে গোলাপ ফোটে
তোমার কমল দৃষ্টিতে
সারাজীবন ভিজিয়ো মোরে  
বর্ষাছাড়া বিষ্টিতে।