একটা গল্প, এতোটা অল্প নয় কবিতায় লুকোবে দিনের আলোয়। স্বপ্নটা ছোটো
কিন্তু ডানা মেলে ভেসে যেতে চাইলো দূরে বহুদূরে। অদ্ভুত কুয়াশা সাদা রঙ
দমকা হাওয়ায় ঘাসফড়িঙের লেজ ধরে দাগ কেটে দিলো এদিক ওদিক। তখন
জুয়াড়িরা ঘরে ফেরে স্বপ্ন ছিড়ে ছিড়ে, কদমের শেষ ফুলটা ঝরে ভেজা চৈত্রে।  


  
জানিনা তোমার অপেক্ষা নাকি আমার উপেক্ষায়, কখনো কখনো চাঁদ ওঠে অনিচ্ছায়,
ম্রিনালিনি সুধিরের বাগানবাড়ীর কদমতলার ভ্যাঁপসা গন্ধে জানিনা কি সুখ খুঁজে পায়।
যদি আঁধার চাও বলো কিন্তু থমকে যেওনা, যদি স্বপ্ন হারিয়ে যায় ভাসা পদ্মে জল কুরিও
কিন্তু মন্দ বোলোনা কোমোল কে। কারন সে স্নিগ্ধ, পাখির চঞ্চুতে দাগ কাটে অবিরত।
তোমার আঁকা বাকা চোখে আজও আমার স্বপ্ন ডুবে, রাঙা আলতায় তোমার পা ভেজে।
আমি স্বপ্নচোরা। তোমার পায়ের ছাপে পা মেলাই, তোমাকে ভুলে যাওয়া যেন একটু কঠিন হয়।  

  
।১৫ অক্টোবর ২০১৬।