আজ বর্ষায় দুকূল ভেজে তোর আঁচল
এই সন্ধ্যা তোর একটু ভালবাসার পাগল
তোর দু ঠোঁটে ভিজবে ও দু ঠোঁট
দুচোখের অবুঝ আগুনে একটুখানি সুখ।
আয়না একটুখানি কাছে, একটু ভালবেসে
আমার চায়ের পেয়ালায় তোকে একটু ছুঁই
একটু ব্যাকুল ধোঁয়াশায় তুই শুধু তুই  


আজ বর্ষায় দুকূল ভেজে তোর আঁচল
এই সন্ধ্যা তোর একটু ভালবাসার পাগল।


তোর চুলের খোপায় ফোটে শ্রাবণের কাশফুল
আজ শান্ত দুপুরে তোর বন্ধ দু চোখে
ভালোবাসা গুন গুন একটু মিষ্টি মধুর
ব্যাস্ত শহর শান্ত মেঘলা দুপুর।


তোর খোলা জানালায় যদি একটু উঁকি দেই
আসবি কি খোলা মাঠে, শ্রাবণ লুকবে মেঘের কাছে
যদি থমকে দারাস দেখে, ডাকিস একটু ভালোবেসে
আমি অন্ধ হবে ভেবে, তোর দুহাতে দুচোখ বুজে।


আজ বর্ষায় দুকূল ভেজে তোর আঁচল
এই সন্ধ্যা তোর একটু ভালবাসার পাগল।


ইচ্ছে করে রাতের ভিরে তোকে একটুখানি ছুঁই,
গল্প মাখা ভোরের বাতাসে তোর অনেক অনেক আদর  
একটু দূরে চল রাতের মালা গাথি দুজনে
তোর স্বপনে গল্প লিখি চল জ্যোৎস্না লুকলে


আজ বর্ষায় দুকূল ভেজে তোর আঁচল
এই সন্ধ্যা তোর একটু ভালবাসার পাগল।
আয়না একটুখানি কাছে, একটু ভালবেসে
আমার চায়ের পেয়ালায় তোকে একটু ছুঁই
একটু ব্যাকুল ধোঁয়াশায় তুই শুধু তুই।    


।২১ আগস্ট, ২০১৬।