ইচ্ছে করে ঘুরি উড়াই আকাশের নীলে নীলে
ফোটা ফোটা বৃষ্টি নামুক তোমার কালো চুলে
জ্যোৎস্না নামুক পদ্ম পাতার বিন্দু বিন্দু জলে
রাতটা আজ দীর্ঘ হোক আমার প্রয়োজনে।


কাকতৃষ্ণা দুপুর বেলা তুমি যখন পাশের বাড়ীর ছাদে
চুপি চুপি দেখি তোমায় ছেড়া নীল তোয়ালের ফাঁকে।
ছোট্ট ঘড়ের খোলা জানালা ডাকলো তোমায় একটু আগে
আকাশটা তখন বড্ড মিষ্টি ঠিক তোমার যাওয়ার আগে।


সূর্যটা আজ বেজায় দুষ্টু দেখছে তোমায় ইকটু ইকটু
ইচ্ছে করে ওড়না দিয়ে ঢাকি তাকে নীল আকাশের মাঝে।
ছায়া রোদের লুকোচুরি খেলা তুমি লুকালে আমার পালা,
ডাকছি তোমায় বেরিয়ে এসো পরে ডেকোনা কিন্তু দুষ্টু।


ইচ্ছে করে নৌকা বাই যখন একলা তুমি পাশে
ছন্দহীন রাতটা যেন তোমায় খুব বেশি ভালবাসে।
নীল শাড়িটার লাল পার, সুতায় সুতায় স্বপ্নে বালুচর
ইচ্ছে হলেই ডুব দিবো তোমার নয়নশুকার ঝিলে।


। ৮ জুন ২০১৬ ।