ব‌্যথার ভাবনা হৃ‌দে হ‌লে জাগরণ!
ক‌বিতায় মু‌ছে দেয় মুক্ত রা‌খে মন।
সংশয় দূ‌রে ফে‌লে অভিমান ভু‌লে!
ম‌নে কভু অ‌গোচ‌রে ক‌াব‌্যসুর তু‌লে।


ক‌বির অব‌্যক্ত ভাষা থা‌কে ক‌বিতায়
শান্তনায় ভ‌রে মন বেলা কে‌টে যায়।
আঁ‌খি দু‌টি ছলছল কভু যদি ভ‌রে!
নিঃসঙ্গ‌কে সঙ্গ দেয় ছন্দতার সু‌রে।


কবির নয় যাতনা নয়‌তো ভাবনা!
তার সা‌থে কাব‌্যকথা হয়না তুলনা।
এই পথে হৃদয়তা শা‌ন্তিকল্প বাস!
মুক্ত হয় ক‌বিতায় বিফল বিলাস।


লিখে ক‌বির কলম ভু‌লে অ‌ভিমান!
আপন ক‌রে ক‌বিতা পা‌ড়ি দিনমান।