কবিতা তুমি কোথায় চলেছো,চলো
কবিতা তোমার যা বলার তুমি,বলো
কবিতা তোমার ক্ষুধা নেই,আছে আমার কবিতা ক্ষুধা,
কাব্য কবিতা জনমে মেলে,মননে অমৃত সুধা।
শুনেছি কেবলই  সমুদ্রমন্থন,অমৃতের সন্ধানে।
কাব্যমন্থনে জেনেছি আমি,অমৃত রয়েছে মনে।
কে কোথায় আজ,করি কোন কাজ
খুঁজি অমৃতের ভান্ড।
কাব্য কথায় পেয়েছি -যা চাই,
হায়,কি অবাক কান্ড।
অমৃত এসেছে এই ধরাধামে দেবতার হাত ফস্কে
এইসব শুনে কবির হৃদয় কেবলি উঠে যে উস্কে।
কবি তাই ভাবে,অমৃত কিভাবে,এলো তার লেখনিতে,
সকল হৃদয় আকুল হলো,অমৃতের স্বাদ নিতে।
কবির হৃদয় উদার হলো বিধাতার চাহনিতে,
কবির আনন্দ ,অমৃতের খোঁজে,পাঠকের চাহনিতে।