সব নিয়মের বেড়াজাল ভেংগে,চল না পালিয়ে যাই কোথাও।
তুই একটা বৃক্ষ হবি,
আমি তার ডালে বাসা বাধা পাখি হব।
সারাদিন উড়ে উড়ে ক্লান্ত আমি তোর কাছেই শেষ আশ্রয় নিব।
না হয় তুই বরং একটা নদী হয়ে নে
আমি তোর গায়ে পানকৌড়ি হয়ে ভেসে থাকব।
নাকি তুই আকাশ হবি, আমি তোর গায়ে মেঘ হয়ে রব।
যাবি তুই আমার সাথে?