বৃষ্টি ভেজা কোন এক জোছনাস্নাত রাতে-
ঘুমন্ত নগরীতে হাঁটছি অতইন্দ্রিলার সাথে ।


নিস্তব্ধ চারিদিক-
নিশ্চুপ নিরালায়
ঘুমের চাদরে ঢাকা পড়েছে শহর ,
পরম মমতায়।


দুটি নিশাচর প্রাণী
হাতে হাত রেখে
চলছে বিদীর্ণ পথ
চাঁদের আলো মেখে ।


চাঁদের আলো ঠিকরে পড়ছে
অতইন্দ্রিলার মুখে ,
আত্ন তৃপ্তিতে ভরে উঠল মন
এক অপার স্বর্গীয় সুখে ;
নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, এখন কি যে করি ????
চোখের সামনে দাঁড়িয়ে আছে
জোছনাসিক্ত অপ্সরী ।


রূপ দেখে তার নিজেকে আমি হারিয়ে ফেলেছি কবে ???
তার মৃদু হাসির ধ্বনিতে ফিরে এলাম বাস্তবে ।
তার রূপের ইন্দ্রজালে হয়েছি সম্মহিত
যতই দেখি মেটে নাক তৃষ্ণা, হৃদয় আকাঙ্ক্ষিত
আমায় তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লজ্জাবতী


আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে আর কিবা হবে ক্ষতি ???
“এভাবে কি দেখছ??? তুমি অনেক বাজে ”
এটা বলেই মুখ লুকাবে আমার বুকের মাঝে ;
আমাদের দেখে মুচকি হাসছে চাঁদ এক ফালি
চাঁদ যেন আমাদের সাথে করছে মিতালী ...
-------------------------
উৎসর্গঃ আমার অপ্সরী’কে